chris gayle

IPL 2021: অন্য বেশে ক্রিস গেল, ছবি ভাইরাল

পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলার পাশাপাশি, পঞ্জাবী সুর ও তাদের সংস্কৃতির প্রেমে পড়ে গিয়েছেন গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০০:০৭
Share:

ক্রিস গেল ফাইল চিত্র

ক্রিস গেল শুধু একজন অসাধারণ ক্রিকেটার নন। গায়ক ও হিপহপ শিল্পী হিসেবেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই ক্যারিবিয়ান। ফের একবার গান গাইতে চলেছেন তিনি। গানের নাম ‘পঞ্জাবী ড্যাডি’। গানের পোস্টার প্রকাশ পেতেই তা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

আইপিএল-এর দ্বিতীয় পর্যায় শুরুর আগেই পঞ্জাবী সাজে দেখা গেল গেলকে। সাদা পাগড়ি আর সাদা পাঞ্জাবী পরে গানের পোস্টার শুট করেছেন গেল।

পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলার পাশাপাশি, পঞ্জাবী সুর ও সংস্কৃতির প্রেমে পড়ে গিয়েছেন গেল।

Advertisement

এর আগে হিপহপ শিল্পী এমিওয়ে বান্তাইয়ের সঙ্গেও গান গেয়েছেন গেল। নেটমাধ্যমে সেই গানের ভিডিয়ো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।

আইপিএল-এর প্রথম পর্বে নিভৃতবাস শেষ করে মাইকেল জ্যাকসনের ‘স্মুদ ক্রিমিনাল’ গানের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।

গানের পোস্টার ফেসবুক

২১ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে গেলের পঞ্জাব কিংস। আট ম্যাচে ছ’পয়েন্ট পেয়ে ছয় নম্বরে রয়েছে পঞ্জাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement