India vs Sri Lanka

India vs Sri Lanka: ক্রুণালের পর করোনা আক্রান্ত চহাল এবং গৌতম, চিন্তা বাড়ছে ভারতীয় দলে

ক্রুণাল পাণ্ড্যর পর শ্রীলঙ্কা সফরে যাওয়া আরও দুই ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত। শেষ দুই টি ২০ ম্যাচে চহালরা খেলেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ১২:৪৯
Share:

যুজবেন্দ্র চহাল এবং কৃষ্ণাপ্পা গৌতম। —ফাইল চিত্র

করোনা আক্রান্ত যুজবেন্দ্র চহাল এবং কৃষ্ণাপ্পা গৌতম। ক্রুণাল পাণ্ড্যর পর শ্রীলঙ্কা সফরে যাওয়া আরও দুই ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত। শেষ দুই টি ২০ ম্যাচে চহালরা খেলেননি।

মঙ্গলবার ক্রুণাল করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল। সেই দিনের ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ বাতিল করে দেওয়া হয়। বুধবার সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তবে ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ার পর আরও আট জন ক্রিকেটারকে নিভৃতবাসে পাঠানো হয়। তাঁদের মধ্যে ছিলেন চহাল এবং গৌতমও। সেই দুই ম্যাচে খেলতে দেখা যায়নি তাঁদের।

Advertisement

সূত্রের খবর, তিন করোনা আক্রান্তকে শ্রীলঙ্কাতে রেখেই দেশে ফিরে আসবে ভারতীয় দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে ভারত। অনেকে মনে করছেন প্রথম দলের একাধিক ক্রিকেটার না থাকায় ভারসাম্য নষ্ট হয় দলের। পাঁচ জন ব্যাটসম্যান এবং ছ'জন বোলারকে নিয়ে খেলতে নামেন শিখর ধবনরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement