India Vs Srilanka

India vs Sri Lanka: সাইনির কাঁধে চোট নিয়ে এখনও ধোঁয়াশা, কতটা গুরুতর জানার জন্য পরীক্ষা করা হবে

দ্বিতীয় টি ২০ ম্যাচে বলই করেননি সাইনি। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচেও নামতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ০৮:৫০
Share:

কাঁধে চোট পেয়েছিলেন নবদীপ সাইনি। ছবি: টুইটার থেকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন নবদীপ সাইনি। সেই চোট কতটা গুরুতর তা জানার জন্য স্ক্যান করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ভারতীয় পেসার।

Advertisement

দ্বিতীয় টি ২০ ম্যাচে বলই করেননি সাইনি। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচেও নামতে পারেননি তিনি। বিসিসিআই-এর তরফে টুইট করে জানানো হয়, ‘কাঁধের বাঁদিকে চোট পেয়েছেন নবদীপ সাইনি। স্ক্যান করার পরেই জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর।’

ক্রুণাল পাণ্ড্য-সহ ন’জন ক্রিকেটার নিভৃতবাসে থাকায় ভারতীয় দল বাকি ১১ জনকে নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। নবদীপ চোট পাওয়ায় তৃতীয় টি ২০ ম্যাচে নামানো হয়েছিল নেট বোলার হিসেবে দলের সঙ্গে যাওয়া সন্দীপ ওয়ারিয়রকে। দুটি ম্যাচেই হেরে যায় ভারত। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা।

Advertisement

বৃহস্পতিবার মাত্র ৮১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। সহজেই সেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement