বড়গোহাঁই ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ নিশ্চিত লভলিনা বড়গোহাঁইয়ের। তবে তাতেই থামতে রাজি নন তিনি। ভারতীয় বক্সার চাইছেন সোনার পদক। সেমিফাইনালে উঠে সেই কথাই জানালেন তিনি।
শুক্রবার চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন তিনি। সেমিফাইনালে উঠে লভলিনা বলেন, ‘‘কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। এ বার সেমিফাইনাল জেতাই লক্ষ্য। চেষ্টা করব আরও ভাল খেলতে। ভারতের জন্য সোনা জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।’’
২০০৮ সালে বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিংহর হাত ধরে। ২০১২ সালে মেরি কম জেতেন দ্বিতীয় পদক। নয় বছর পরে ফের বক্সিংয়ে পদক আসছে দেশে। দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিচ্ছেন লভলিনা।