সুনীল গাওস্কর। —ফাইল চিত্র
টসের জন্য অপেক্ষা নয়, আগেই প্রথম একাদশ ঘোষণা করে দেওয়াই এখন ভারতীয় দলের চেনা ছবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও তেমনটাই করেছিলেন বিরাট কোহলীরা। তবে বৃষ্টি জন্য একদিন নষ্ট হওয়ায় সেই দলে পরিবর্তন করা প্রয়োজন বলেই মনে করছেন সুনীল গাওস্কর।
শুক্রবার সারা দিন বৃষ্টি হওয়ায় টস করাই সম্ভব হয়নি। গাওস্কর বলেন, “একদিন আগে ওরা প্রথম একাদশ ঘোষণা করেছে ঠিকই, তবে অধিনায়ক টসে দল ঘোষণা করার আগে কোনও কিছুই চূড়ান্ত নয়। অর্থাৎ বদল আনাই যায়। শেষ মুহূর্ত অবধি পরিবর্তন করা সম্ভব। অধিনায়ক হিসেবে আমি যখন বুঝতে পারতাম না স্পিনার খেলাব নাকি বাড়তি ব্যাটসম্যান, তখন বিপক্ষের প্রথম একাদশ দেখতাম। সেই অনুযায়ী বদল আনতাম।”
গাওস্করের মতে বৃষ্টি ভেজা সাদাম্পটনে একজন বাড়তি ব্যাটসম্যান প্রয়োজন ভারতীয় দলে। তিনি বলেন, “নিউজিল্যান্ডের বোলারদের বাড়তি সুবিধা দেবে এই বৃষ্টি এবং স্যাঁতস্যাঁতে ভাব। ভারতের তাই একজন বাড়তি ব্যাটসম্যান প্রয়োজন। ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। ওকে সাত নম্বরে পাঠিয়ে একজন ব্যাটসম্যান দলে আনা প্রয়োজন। এই আবহাওয়ায় একজন স্পিনারকে বসানোই যায়।”
পিচে ঘাস থাকায় গাওস্করের মতে টস জিতলে ২ অধিনায়কই আগে বোলিং করতে চাইবেন।