Rituparna Sengupta on Shyam Benegal

আমার সঙ্গে আরিফিনের অভিনয় দেখে শ্যামজি ওঁকে ‘মুজিব’ চরিত্রে বেছেছিলেন: ঋতুপর্ণা

“ওঁর এক একটি ছবি এক একটি রত্ন। মানুষের কথা বলে। স্বাধীন যাপনের স্বপ্ন দেখায়”, বললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৭
Share:

(বাঁ দিকে) শ্যাম বেনেগাল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রয়াত ভারতীয় ছবির ‘স্তম্ভ’ পরিচালক শ্যাম বেনেগাল। বছর শেষের ইন্দ্রপতনে শোকস্তব্ধ হিন্দি এবং বাংলা ছবির দুনিয়া। আনন্দবাজার অনলাইনের কাছে শোক প্রকাশ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর কথায়, “তাঁর মতোই উদার তাঁর প্রতিটি ছবি। যেখানে মানুষের গল্প বলা হয়েছে। যেখানে স্বাধীন যাপনের স্বপ্ন দেখানো হয়েছে।”

Advertisement

ঋতুপর্ণা প্রয়াত পরিচালকের একাধিক ছবির অনুরাগী। তালিকায় ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘ভূমিকা’, ‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহন’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’, ‘মাম্মো’ এবং আরও। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’। অভিনেত্রীর কথায়, “রঞ্জন ঘোষের ‘আহারে’ ছবিতে আমার বিপরীতে আরিফিন শুভকে দেখেছিলেন শ্যামজি। সেখান থেকেই তাঁর ‘মুজিব’ ছবির জন্য শুভকে বেছে নেন।” তাঁর দাবি, শেষ ছবিতেও স্বকীয়তা বজায় রেখেছিলেন পরিচালক।

২০২৪ ইতিমধ্যেই হারিয়েছে ভারতীয় সংস্কৃতির একাধিক নক্ষত্রকে। সেই হারানোর তালিকায় জুড়ে গেল আরও এক নাম, শ্যাম বেনেগাল। যদিও ঋতুপর্ণা জানেন, যাঁরা চলে গেলেন তাঁরা রেখে গেলেন অজস্র মণিমুক্তো-সম সৃষ্টি। এই সৃষ্টির মধ্যেই অমর স্রষ্টা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement