Milkha Singh

Milkha Singh Death: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মিলখা সিংহের, এক দিনের শোকপালন

শনিবার বিকেল ৫টায় শেষকৃত্য সম্পন্ন হবে মিলখা সিংহের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১২:৫৬
Share:

শুক্রবার রাতে প্রয়াত হন অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিংহ। —ফাইল চিত্র

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মিলখা সিংহের। সেরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে কিংবদন্তি এই অ্যাথলিটের প্রয়াণে একদিনের শোক পালন করা হবে। পঞ্জাব সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

শুক্রবার রাতে প্রয়াত হন অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিংহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেলে তাঁর শেষকৃত্য হবে। অমরেন্দ্র সিংহের পঞ্জাব সরকার এরপর জানিয়েছে, তারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিলখা সিংহের শেষকৃত্য করবে। রাজ্য জুড়ে একদিনের শোক পালন করা হবে বলেও জানিয়েছে পঞ্জাব সরকার।

শুক্রবার মোহালির পিজিআইএমইআর হাসপাতালে প্রয়াত হন মিলখা। বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল থেকে মিলখার মরদেহ তাঁর পরিবারকে দেওয়া হয়। চণ্ডিগড়ের ৮ নম্বর সেক্টরের ৭২৫ নম্বর বাড়িতে এই অলিম্পিয়ান দৌড়বিদের দেহ রাখা আছে। তাঁর ছেলে আন্তর্জাতির গল্ফার জীব মিলখা সিংহ শেষকৃত্য করবেন। সেক্টর ২৫ শ্মশানে বিকেল ৫টায় মিলখার শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement