Christmas 2024

এ বারও হাওড়ার ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভাল

২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল। গত বছরের তুলনায় এ বার হাওড়া ক্রিসমাস কার্নিভালে স্টলের সংখ্যা বেশি থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৫
Share:

—নিজস্ব চিত্র।

গত বছরের মত এ বারও হাওড়ার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে শুরু হলো ক্রিসমাস কার্নিভাল। সোমবার সন্ধ্যায় কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়,কার্নিভাল কমিটির চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায়, হাওড়র পুর প্রশাসক সুজয় চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

Advertisement

২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল। গত বছরের তুলনায় এ বার হাওড়া ক্রিসমাস কার্নিভালে স্টলের সংখ্যা বেশি থাকছে। এ বারে সোনাঝুড়ির হাট, সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল-সহ মোট ৭৩টি স্টল থাকছে। থাকছে ফুড কোর্ট, ম্যাজিক শো, শিশুদের খেলার জায়গা। প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সংগীত পরিবেশন করবেন রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্রের মতো নামী সঙ্গীতশিল্পীরা। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত কার্নিভালে আসতে পারবেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত বছর এই ক্রিসমাস কার্নিভালের অনুষ্ঠানে পার্কিং নিয়ে শিবপুরের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর মধ্যে বচসা হয়। সুজয় প্রতিবাদে বন্ধ করে দেন কার্নিভাল।এর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের চালু হয়। হাওড়া ক্রিসমাস কার্নিভালের জন্য এ বার বিশেষ কমিটি তৈরি করা হয়। এ বার মেলায় প্রবেশ এবং গাড়ি পাকিং পুরোপুরি বিনামূল্যে করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement