মাঠে নামতে দেখা যেতে পারে ভারত এবং নিউজিল্যান্ড দলকে। —ফাইল চিত্র
প্রথম দিনের খেলা নষ্ট হওয়ার পর চিন্তা ছিল দ্বিতীয় দিন নিয়েও। তবে খেলা নির্দিষ্ট সময়েই শুরু হবে বলে মনে করা হচ্ছে। শনিবার রোদ ঝলমল করছে সাদাম্পটনের আকাশে। ফলে শুরু থেকেই মাঠে নামতে দেখা যেতে পারে ভারত এবং নিউজিল্যান্ড দলকে।
শুক্রবার সারা দিন বৃষ্টি পড়ায় খেলা সম্ভব হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথম দিনে টস করাই সম্ভব হয়নি। শনিবার তেমনটা হবে না বলেই মনে হচ্ছে। একদিনের খেলা নষ্ট মানে বাকি চার দিন আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। শনিবার সকালের আবহাওয়া খেলার উপযুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বিকেলের দিকে তা বাড়তে পারে।
ইংল্যান্ডে এই সময় বৃষ্টি হয়। সেই দিক বিবেচনা করেই ষষ্ঠ দিনের ব্যবস্থা রেখেছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফলাফল চাইবেন প্রত্যেকেই। সেই দিকে নজর রেখেই এমন সিদ্ধান্ত। খেলা শুরু হতে পারার বার্তায় খুশি সমর্থকরাও।