ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি কেন উইলিয়ামসন। ফাইল চিত্র
অবশেষে স্বস্তি। কনুইয়ের চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলার জন্য দলে ফিরে এলেন কেন উইলিয়ামসন। এছাড়া ১৫ সদস্যের নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক বি জে ওয়াটলিং, অলরাউন্ডার কলিন ডে গ্র্যান্ডহম। আরও বড় চমক হল মিচেল স্যান্টনারের বদলে সুযোগ দেওয়া হয়েছে আর এক বাঁহাতি স্পিনার আজাজ পটেলকে।
উইলিয়ামসনের দলে ফেরার ব্যাপারে দলের মুখ্য প্রশিক্ষক গ্যারি স্টেড বলেন, “প্রথম টেস্টে চোট পাওয়ার পর বেশ কয়েকদিন ও বিশ্রাম নিয়েছিল। উইলিয়ামসন এখন পুরো ফিট। তাই ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার জন্য সবাই মুখিয়ে আছে।”
১৯৯৯ সালের পর ইংল্যান্ডের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে কিউইরা। দ্বিতীয় টেস্টে জো রুটের দলকে ৮ উইকেটে হারানোর পর এই মুহূর্তে আইসিসি তালিকার শীর্ষে রয়েছে উইলিয়ামসনের দল। ফলে বেশ আত্মবিশ্বাসী হয়ে ১৮ জুন সাদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লাণ্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডে গ্র্যান্ডহম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, আজাজ পটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বি জে ওয়াটলিং, উইল ইয়ং