ICC

WTC Final 2021: বিশ্ব টেস্ট ফাইনাল জিতলে কত টাকা পাবেন কোহলী, রোহিতরা

পরবর্তী বিশ্ব টেস্ট ফাইনাল শুরু হওয়ার আগের পর্যন্ত সমান সংখ্যক দিন ওই বিশেষ দন্ড নিজেদের কাছে রাখতে পারবে ভারত ও নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ২৩:১০
Share:

বিশ্ব টেস্ট ফাইনালের আগে বিরাট কোহলীদের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। ফাইল চিত্র

মাঠে বল পড়ার আগেই বিশ্ব টেস্ট ফাইনাল নিয়ে সর্বত্র আলোচনা। কোন দলের হাতে উঠবে এই ট্রফি? সেটা তো সময় বলবে। তবে এর আগে জেনে নিন ফাইনালের জয়ী ও পরাজিত দলের পুরস্কার মূল্য। সোমবার এই ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement

ফাইনালে জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় প্রায় ১১.৭২ কোটি টাকা। এর সঙ্গে পুরস্কার হিসাবে থাকবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড। পরাজিত দল পাবে এর অর্ধেক টাকা। ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৮৫ কোটি টাকা। তবে বৃষ্টির জন্য খেলা পন্ড হলে কিংবা এই ম্যাচ অমীমাংসিত শেষ হলে পুরস্কার মূল্য সমান ভাবে ভাগ করা হবে। শুধু তাই নয়, পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হওয়ার আগে পর্যন্ত সমান সংখ্যক দিন ওই বিশেষ দন্ড নিজেদের কাছে রাখতে পারবে ভারত ও নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লাখ, ৩.৫ লাখ ও ২ লাখ ডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লাখ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement