Virat Kohli

WTC Final 2020: টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই পন্টিংকে টপকে বিশাল রেকর্ড গড়তে পারেন কোহলী

২০১৯ সালের নভেম্বরের পর আর শতরান আসেনি কোহলীর ব্যাটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১২:২১
Share:

রেকর্ডের হাতছানি বিরাট কোহলীর সামনে। —ফাইল চিত্র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে রেকর্ডের হাতছানি বিরাট কোহলীর সামনে। একটি শতরান তাঁর ব্যাট থেকে এলেই টপকে যাবেন রিকি পন্টিংকে। অধিনায়ক হিসেবে শতরানের তালিকায় পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলীর সামনে।

Advertisement

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে পন্টিং-এর ৪১টি শতরান রয়েছে। সেই একই মাইলফলকে দাঁড়িয়ে রয়েছেন ভারত অধিনায়ক কোহলীও। একটি শতরান করলেই শীর্ষে উঠে আসবেন তিনি। অধিনায়ক হিসেবে ৪১টু শতরান থাকলেও সব মিলিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান রয়েছে কোহলীর। টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় ম্যাচে কোহলীর ব্যাট থেকে বড় রান চাইবে ভারত। বহু দিন তাঁর ব্যাট থেকে শতরান আসেনি। সেই খরা টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চেই কাটাতে পারলে পন্টিংকে টপকে যাবেন কোহলী।

২০১৯ সালের নভেম্বরের পর আর শতরান আসেনি কোহলীর ব্যাটে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন তিনি। টেস্টের এক নম্বর দল নিউজিল্যান্ডকে হারাতে কোহলীর ব্যাট থেকে একটি শতরানের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement