India vs England 2021

India vs England 2021: রোহিতের কাছে ওভালের শতরান স্পেশাল, কেন?

রোহিতের আগের সাতটি শতরানই ভারতে। এমনকী এশিয়া মহাদেশের অন্য কোনও দেশেও তাঁর শতরান নেই। বাংলাদেশ, শ্রীলঙ্কার মাটিতে ৮টি টেস্ট খেললেও শতরান করতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ২০:৫১
Share:

শতরান করলেন রোহিত। ছবি টুইটার

টেস্ট ক্রিকেটে আটটি শতরান হল রোহিত শর্মার। তার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই শতরান হয়ত রোহিতের কাছে বিশেষ জায়গায় থাকবে। কারণ দেশের বাইরে এটিই রোহিতের প্রথম শতরান।

Advertisement

রোহিতের আগের সাতটি শতরানই ভারতের মাটিতে। এমনকী এশিয়া মহাদেশের অন্য কোনও দেশেও রোহিতের শতরান নেই। বাংলাদেশ, শ্রীলঙ্কার মাটিতে ৮টি টেস্ট খেললেও শতরান করতে পারেননি তিনি।

ইংল্যান্ডের মাটিতে নবম টেস্টে শতরান পেলেন রোহিত। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি, নিউজিল্যান্ডে ছয়টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং ওয়েস্ট ইন্ডিজের চারটি টেস্ট খেলেছেন। কিন্তু কোথাও শতরান করতে পারেননি।

Advertisement

টেস্টে রোহিতের প্রথম শতরান কলকাতায়। ২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। মুম্বইয়ে পরের টেস্টেও শতরান (অপরাজিত ১১১) করেন তিনি। তৃতীয় টেস্ট শতরান পেতে রোহিতকে চার বছর অপেক্ষা করতে হয়। ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১০২ রান করেন। দু’ বছর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান (১৭৬, ১২৭) করেন। সেই সিরিজেই তাঁর ব্যাট থেকে আসে ২১২ রানের ইনিংস। একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান করলেও টেস্টে এটিই এখনও পর্যন্ত রোহিতের একমাত্র দ্বিশতরানের ইনিংস। এই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে ১৬১ রান করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement