কোহলী-অশ্বিন কি এখন দুই মেরুতে? ফাইল ছবি
বিরাট কোহলী এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কি ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে? ভারতীয় ক্রিকেটে প্রশ্নটা অনেক দিন ধরেই ঘোরাফেরা করছে। এ বার সরাসরি সেই প্রশ্ন তুলে দিলেন নিক কম্পটন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার টুইটে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, কী ভাবে এই ঘটনা মেনে নেওয়া হচ্ছে?
চতুর্থ টেস্টে অশ্বিনকে বাদ পড়তে দেখে অনেকেই বিস্মিত। পরিস্থিতি অনুকূলে থাকা সত্ত্বেও কেন তাঁকে বার বার বাদ পড়তে হচ্ছে তা কেউই বুঝতে পারছেন না। অনেকেরই ধারণা, কোহলী জেদ ধরে বসে আছেন চার পেসারে খেলবেন বলে, যা মাঝে মাঝেই ভুল প্রমাণিত হচ্ছে।
এর মাঝেই কম্পটন টুইট করেছেন, ‘কেউ কি আমায় ব্যাখ্যা করতে পারেন যে কেন কোহলীর সঙ্গে অশ্বিনের ব্যক্তিগত সমস্যা দল নির্বাচনের ক্ষেত্রে বার বার প্রভাব ফেলছে’? কম্পটনের টুইটে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। বেশিরভাগ ভারতীয়রাই উত্তর দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘আপনার প্রশ্ন একেবারেই যুক্তিযুক্ত’। আবার অনেকে লেখেন, ‘কোহলীর পিছনে পড়ে থাকার স্বভাব আপনার গেল না’।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এক সময় এলোমেলো বোলিং করছিলেন ভারতীয় বোলাররা। তখনই অনেকে দলে অশ্বিন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।