joe root

India vs England 2021: বিরাটদের বিরুদ্ধে ভাল ব্যাট করার পুরস্কার পেলেন জো রুট

বিরাট কোহলী, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের পেছনে ফেলে সেরা ক্রিকেটার হয়েছেন রুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৯
Share:

জো রুট ফাইল চিত্র

Advertisement

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল ব্যাট করায় আইসিসি-র বিচারে অগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জো রুট। সেপ্টেম্বরের শুরুতেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন রুট। বিরাট কোহলীদের বিরুদ্ধে চার ম্যাচে ৪৬৪ রান করেছেন ইংরেজ অধিনায়ক। যার মধ্যে রয়েছে দুটি শতরান ও একটি অর্ধ শতরান।

বিরাট, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের পেছনে ফেলে সেরা ক্রিকেটার হয়েছেন রুট। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে আইসিসি ক্রমতালিকায় পাঁচ নম্বরে ছিলেন রুট। পঞ্চম টেস্ট খেলা না হলেও চারটি টেস্ট খেলেই এক নম্বরে উঠে এসেছেন তিনি।

Advertisement

মহিলাদের মধ্যে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের এইমার রিচার্ডসন। টি২০ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্যাট এবং বলে দারুণ খেলেছেন আইরিশ ক্রিকেটার। সেই কারণেই তিনি অগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

এইমার রিচার্ডসন টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement