Rameez Raja

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ হেডেন, ফিল্যান্ডার, বোর্ড প্রধান হলেন রামিজই

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় চমক দিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনকে কোচ করে আনল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৫
Share:

পাকিস্তানের কোচ হেডেন। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় চমক দিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনকে কোচ করে আনল তারা। কোচ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ভার্নন ফিল্যান্ডারকেও। তবে ঠিক কী দায়িত্ব পালন করবেন তারা সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

Advertisement

সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হয় রামিজ রাজার নাম। তাঁর বিরুদ্ধে কেউই লড়তে রাজি হননি। খোদ প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে তাঁর প্রতি। বোর্ডের প্রধান হয়েই রামিজ ঘোষণা করেন হেডেন এবং ফিল্যান্ডারের নাম।

রামিজ বলেছেন, “ম্যাথু হেডেনের একাধিক বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ওর মতো ক্রিকেটার থাকলে দলই লাভবান হবে। ও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে। পাকিস্তান বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। ওদের শুধু নিজেদের পারফরম্যান্স আরও ১০ শতাংশ বাড়াতে হবে। ফিল্যান্ডারকেও আমি ভাল ভাবে চিনি। বিপক্ষকে চাপে রাখতে ওর মতো বোলারের কোনও তুলনা নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর দুরন্ত রেকর্ড রয়েছে।”

Advertisement

হেডেন বা ফিল্যান্ডার কারওরই সে ভাবে কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। গত বছরই ফিল্যান্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। হেডেন ২০০৯ সালে অবসর নেন। তারপর থেকে সংবাদমাধ্যমে এবং ধারাভাষ্যের কাজে নিজেকে যুক্ত রেখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement