India vs England 2021

India vs England 2021: ব্রডের পিছনে লাগলেন ভারতীয় সমর্থক, মজার উত্তর দিলেন ইংরেজ জোরে বোলারও

চোটের জন্য তিনি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু ভারত বনাম ইংল্যান্ড সিরিজ থেকে নজর সরাতে পারেননি স্টুয়ার্ট ব্রড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৬
Share:

ব্রডকে বিদ্রূপ ফাইল ছবি

চোটের জন্য তিনি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু ভারত বনাম ইংল্যান্ড সিরিজ থেকে নজর সরাতে পারেননি স্টুয়ার্ট ব্রড। লিডসে যে ভাবে ইংল্যান্ড জিতেছিল, তা দেখে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ওভালেও অনায়াসে জিতবে জো রুটের দল।

Advertisement

সেই ভবিষ্যদ্বাণীই এখনও ব্যুমেরাং হয়েছে ব্রডের কাছে। প্রথম ইনিংসে প্রায় একশো রানে পিছিয়ে থেকেও বিরাট কোহলীর ভারত টেস্ট জিতে নিয়েছে। এর পরেই নেটমাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন ইংরেজ পেসার। যদিও ব্রড সেই কটাক্ষ গ্রহণ করেছেন খেলোয়াড়োচিত মানসিকতা থেকেই।

ব্রডের সেই উত্তর।

সোমবার ভারত জেতার পরেই এক সমর্থক নেটমাধ্যমে লেখেন, ‘ওহে ব্রড, তুমি তো ম্যাচের প্রথম দিনই বলেছিলে এই টেস্ট নাকি ইংল্যান্ড জিতবে। এখন কি মন্তব্য বাক্সে এসে তোমার কথার ব্যাখ্যা দেবে’? উত্তরে ব্রড লেখেন, ‘আমি তো ছুটিতে রয়েছি এখন। কী হয়েছে বলো তো’?

Advertisement

বলা বাহুল্য, ব্রডের এই উত্তর আমোদ দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। নেটমাধ্যমে ভারতের এই জয়ের তুমুল প্রশংসা করেছেন অন্যান্য দেশের সমর্থকরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement