আউটের আবেদন করছেন টম কারেন। ছবি: বিসিসিআই
ঋষভ পন্থের ব্যাটে লেগে বল বাউন্ডারিতে পৌঁছে গেল। ভারতের রান যদিও বাড়ল না। সৌজন্যে আইসিসি-র নিয়ম। পুণেতে দ্বিতীয় একদিনের ম্যাচে ঘটল এমনই অদ্ভুত কাণ্ড।
৩৯ তম ওভারের শেষ বল করছিলেন টম কারেন। ইংরেজ অলরাউন্ডারের বল ব্যাটে লাগলেও আউটের আবেদন করেছিল ইংল্যান্ড। মাঠের আম্পায়ার এলবিডব্লিউ-র নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন পন্থ। সেখানে দেখা যায় বল পন্থের ব্যাটে লেগেছে। নাকচ হয়ে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। সেই সঙ্গে আইসিসি-র নিয়ম অনুযায়ী ডেড বল ঘোষণা করা হয় ওই বলটি। চার রান থেকে বঞ্চিত থাকে ভারত।
এমন অদ্ভুত নিয়ম কিছুটা অবাক করেছে ধারাভাষ্যকারদেরও। এমন ভাবে রান বাদ যাওয়া নিয়ে হতাশ তাঁরাও। পরের ওভারেই বেন স্টোকসকে জোড়া ছক্কা মারেন পন্থ। আগের ওভারে না পাওয়া চার রান যেন পুষিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এই ম্যাচে একদিনের ক্রিকেটে তাঁর দ্বিতীয় অর্ধ শতরান পূর্ণ করেন পন্থ।