India vs England 2021

অনিশ্চিত আইপিএল-এ, জফ্রা আর্চারের দেশপ্রেমে মুগ্ধ বেন স্টোকস

স্টোকস শুধু ইংল্যান্ড দলেই আর্চারের সতীর্থ নন। আইপিএল-এও ২ ইংরেজ খেলেন রাজস্থান রয়্যালস দলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৫:২১
Share:

স্টোকস শুধু ইংল্যান্ড দলেই আর্চারের সতীর্থ নন। আইপিএল-এও ২ ইংরেজ খেলেন রাজস্থান রয়্যালস দলে। ছবি: রয়টার্স

একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জফ্রা আর্চার। আইপিএল-এও শুরুর দিকে পাওয়া যাবে না তাঁকে। ভারত সফরের পরে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে। অ্যাশেজও খেলতে হবে ইংল্যান্ডকে। সেই সময় আর্চারকে দলে প্রয়োজন ইংল্যান্ডের। সতীর্থর এই আচরণেই খুশি বেন স্টোকস।

Advertisement

স্টোকস শুধু ইংল্যান্ড দলেই আর্চারের সতীর্থ নন। আইপিএল-এও ২ ইংরেজ খেলেন রাজস্থান রয়্যালস দলে। তবে আইপিএল-এ খেলার থেকে ইংল্যান্ডের হয়ে খেলাকেই বেশি গুরুত্ব দেওয়ায় খুশি স্টোকস। তিনি বলেন, “আমি জানি না আইপিএল-এ কতটা খেলতে পারবে আর্চার। আমাদের মনে রাখতে হবে ওর কনুইকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। ও নিজে এগিয়ে এসে বলেছিল ইংল্যান্ডকে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্রাম নিতে চায়। প্রথমে চোট পেয়ে বসে যাওয়া, তার পর ফিরে আসা। ফের বিশ্রামে চলে যাওয়া বেশ কঠিন।”

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময় চোট পান আর্চার। টি২০ সিরিজে খেললেও একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আইপিএল-এ তাঁকে খেলতে দেখা যাবে কি না তা নিয়ে যদিও প্রশ্ন রয়েই গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement