শুক্রবার ইংরেজ অলরাউন্ডার স্টোকসই রুটের হাতে শততম টেস্টের টুপিটি তুলে দিয়েছিলেন। ছবি: পিটিআই
অভিষেক ম্যাচ খেলেছিলেন ভারতের বিরুদ্ধে, ভারতের মাটিতে। সেই ম্যাচে জিততে পারেননি জো রুট। শততম টেস্টে রুটকে সেই জয় উপহার দিতে চান সতীর্থ বেন স্টোকস। শুক্রবার ইংরেজ অলরাউন্ডার স্টোকসই রুটের হাতে শততম টেস্টের টুপিটি তুলে দিয়েছিলেন।
রুট সম্পর্কে স্টোকস বলেন, “পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান, অসাধারণ ক্রীড়াবিদ এবং তার চেয়েও দারুণ অনুপ্রেরণামূলক অধিনায়ক।” ইংরেজ অলরাউন্ডার যে ভাবেই হোক এই ম্যাচ জিততে চাইছেন তাঁর অধিনায়কের জন্য। তিনি বলেন, “আগামী ৫ দিন ব্যাট, বল, ফিল্ডিংয়ে যা যা করা সম্ভব আমরা করব। প্রথম টেস্টে আমরা ভারতকে হারাতে মরিয়া। রুটের শততম টেস্টে এটাই হবে ওর সেরা উপহার।”
চেন্নাইয়ে টেস্টের প্রথম দিনে ২৬৩ রান তোলে ইংল্যান্ড। সারাদিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছিল ভারত। দ্বিতীয় দিনে দ্বিশতরান করেন রুট। নিজের শততম টেস্টে দল তাঁকে জয় উপহার দিতে পারবে কি না তা জানতে অপেক্ষা করতে হলেও, তিনি যে এই ম্যাচ স্মরণীয় করে রাখলেন নিজের জন্য তা বলাই বাহুল্য।