IPL Auction 2021

২ কোটি টাকা! নিলামে নিজেদের এই দাম ঠিক করলেন কোন ক্রিকেটাররা?

সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর নিজের দাম রেখেছেন ২০ লক্ষ টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ১০:৫৩
Share:

আইপিএলের নিলামে কার দাম কত? ছবি: টুইটার থেকে

১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে যেসব ক্রিকেটার উঠবেন, তাঁদের ন্যূনতম দর ঠিক হয়েছে সর্বোচ্চ ২ কোটি টাকা। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে ১১জন নিজেদের এই মূল্য ঠিক করেছেন। মোট ১০৯৭জন ক্রিকেটারকে নিয়ে নিলাম হবে চেন্নাইতে, যাঁদের মধ্যে ভারতীয় রয়েছেন ৮১৪জন এবং বিদেশি রয়েছেন ২৮৩জন।

Advertisement

নিজেদের দাম ২ কোটি টাকা ঠিক করা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হরভজন সিংহ, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইংগ্রাম। হরভজন নিজেকে চেন্নাই সুপার কিংস দল থেকে সরিয়ে নিয়েছিলেন। কেদারকে ছেড়ে দিয়েছিল চেন্নাই। এই ২ ভারতীয় ক্রিকেটারই নিলামে নিজেদের দাম ২ কোটি টাকা রেখেছেন।

এবারের নিলামে থাকছেন শ্রীসন্থ। তিনি নিজের দাম রেখেছেন ৭৫ লক্ষ টাকা। ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ক্রিকেটার চেতেশ্বর পূজারাও থাকছেন এবারের নিলামে। তাঁর দাম ৫০ লক্ষ টাকা। রয়েছেন হনুমা বিহারীও, তিনি নিজের দাম রেখেছেন ১ কোটি টাকা। সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর নিজের দাম রেখেছেন ২০ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement