সিডনি পিচ

সিডনিও রাহানেদের বিরুদ্ধে গতি, বাউন্স নিয়ে হাজির হচ্ছে, জানিয়ে দিলেন কিউরেটর লিউইস

তৃতীয় টেস্ট ম্যাচে সিডনির উইকেট কেমন হবে, তা নিয়ে জল্পনা ছিলই। এবার উইকেটে ঘাস থাকছে। তার সঙ্গে বেশ শক্ত হবে এই উইকেট, অর্থাৎ বাউন্সও থাকবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৫:২৪
Share:

রোহিতদের মাথাব্যথা এখন সিডনির বাইশ গজ। ছবি টুইটার

অস্ট্রেলিয়ার একমাত্র স্পিন সহায়ক উইকেট হিসেবে সিডনির পরিচিতি। কিন্তু বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে টেস্টে গতি এবং বাউন্স নিয়েই হাজির হচ্ছে অস্ট্রেলিয়া।

Advertisement

তৃতীয় টেস্ট ম্যাচে সিডনির উইকেট কেমন হবে, তা নিয়ে জল্পনা ছিলই। এবার উইকেটে ঘাস থাকছে। তার সঙ্গে বেশ শক্ত হবে এই উইকেট, অর্থাৎ বাউন্সও থাকবে। বুধবার এমনটাই জানিয়েছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ কিউরেটর অ্যাডাম লিউইস। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘‘আবহাওয়া আমাদের চিন্তায় রেখেছে। অনেক পরিশ্রম করে আমরা এই উইকেট বানাতে পেরেছি। এই ম্যাচ এখন আমাদের কাছে ফাইনাল ম্যাচের মতো।’’

তিনি আরও বলেন, ‘‘এটা আমাদের কাছে বিরাট বড় মঞ্চ। নিউ সাউথ ওয়েলস প্রশাসন ও ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের এই টেস্ট উপহার হিসেবে দিয়েছে। আমরা আবহাওয়ার কথা মাথায় রেখে আমাদের কাজ করেছি। উইকেট রোল করা হয়েছে। এটা ভালো উইকেট হবে।’’

Advertisement

আরও খবর: ১২ ম্যাচে মাত্র ১ জয়, ‘পয়া’ সিডনিতেই ৫ বার হার ভারতের

আরও খবর: ব্রিসবেনের বদলে মুম্বইয়ে খেলতেও রাজি, খোঁচা অস্ট্রেলীয় অধিনায়ক পেনের

এর আগে করোনার কারনে সিডনি টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ নিয়ে লিউইস বলেন, ‘‘প্রথমদিকে সমস্যা থাকলেও আমরা দুই দলে ভাগ হয়ে দুই দিকে কাজ করতে শুরু করি। আমরা এখন সেই অবস্থা কাটিয়ে উঠেছি। সবকিছুই ঠিকঠাক কাজ করছে।’’

চার ম্যাচের এই সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও মেলবোর্নে দারুন কামব্যাক করে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement