বন্ধুকে রাহুল ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র
খবরটা সবাই জানতেন। কিন্তু সরকারি ঘোষণা হওয়া বাকি ছিল। আসন্ন শ্রীলঙ্কা সফরে রাহুল দ্রাবিড় যে প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন সেটা এ বার জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডে বিরাট কোহলী, রোহিত শর্মাদের সঙ্গে রয়েছেন রবি শাস্ত্রী। তাই জুলাই মাসে শিখর ধওয়ন, হার্দিক পাণ্ড্যদের সঙ্গে যাচ্ছেন ‘মিস্টার ডিপেন্ডবেল’।
সৌরভ বলেন, “রাহুল দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছে।” শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে ক্রিকেটাররা একজোট হতে শুরু করেছে। এই সফরের অধিনায়ক ধওয়ন ও সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই টিম হোটেলে যোগ দিয়ে নিভৃতবাসে চলে গিয়েছেন।
আগামী ১৩ থেকে ২৫ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত।