BCCI

Virat Kohli: বছর শেষে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবেন কোহলীরা, প্রকাশ হল সূচি

দক্ষিণ আফ্রিকায় তিন ধরনের ক্রিকেট খেলতে উড়ে যাবে কোহলীর দল। বৃহস্পতিবার সেই সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২
Share:

দক্ষিণ আফ্রিকা যাবেন কোহলীরা। ছবি রয়টার্স

সামনে ঠাসা সূচি বিরাট কোহলীদের। ইংল্যান্ড থেকে সোজা দুবাইয়ে আইপিএল। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে কিছুদিনের বিরতি। তারপরেই দক্ষিণ আফ্রিকায় তিন ধরনের ক্রিকেট খেলতে উড়ে যাবে কোহলীর দল। বৃহস্পতিবার সেই সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

Advertisement

আগামী ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট। পরের টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, সেঞ্চুরিয়নে। এরপর ফের জোহানেসবার্গে ফিরবে ভারত। তৃতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি থেকে। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

এরপরেই রয়েছে একদিনের সিরিজ। তিনটি ম্যাচের প্রথমটি হবে পার্লে। বাকি দু’টি কেপ টাউনে। ম্যাচগুলি যথাক্রমে ১১, ১৪ এবং ১৬ জানুয়ারি। কেপ টাউনেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৯ এবং ২১ জানুয়ারি প্রথম দু’টি টি-টোয়েন্টি খেলার পর পার্লে ফিরবে কোহলীর দল। সেখানে বাকি দু’টি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৩ এবং ২৬ জানুয়ারি।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

এ বছর সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও আইপিএল-এর কারণে তা স্থগিত হয়ে যায়। এর আগে ২০২০-র সফরে ভারতে এলেও করোনার কারণে মাঝপথেই সফর স্থগিত হয়ে গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement