রবিচন্দ্রন অশ্বিন ফাইল ছবি
দীর্ঘ চার বছর পর ভারতের সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে। এরপর হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে।
মূলত টেস্ট খেলা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখনও একটিও ম্যাচে সুযোগ পাননি তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর অশ্বিন পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, নিজের উপর বিশ্বাস রেখে যাওয়াই তাঁর সাফল্যের মূল কারণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরেই অশ্বিন নেটমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘প্রতিটি টানেলের শেষেই আলো রয়েছে। কিন্তু যারা সেই টানেলে থাকা আলোয় বিশ্বাস করে তারাই কেবল সেটা দেখার সুযোগ পায়’।
ছবির সঙ্গে একটি ক্যাপশনও পোস্ট করেছেন অশ্বিন। সেখানে লিখেছেন, ‘২০১৭: ডায়েরিতে লক্ষ বার এই উক্তি লেখার পর সেটা দেওয়ালে লিখিয়েছি! যদি কোনও উক্তি পড়ার পর আমরা সেটা নিজেদের মনে গেঁথে নিতে পারি এবং জীবনে কাজে লাগাতে পারি তাহলে বুঝতে হবে তার একটা শক্তি রয়েছে। এই মুহূর্তে আমি খুশি এবং কৃতজ্ঞ। এই দুটো শব্দই আমার মাথায় আসছে’।