India vs England 2021

India vs England 2021: শুক্রবার ম্যাঞ্চেস্টারে কি টেস্ট শুরু হবে? হলেও শেষ পর্যন্ত কোহলীর দলে খেলবেন কারা

ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে আবহ। কোহলীর দলের সামনে আচমকাই আশঙ্কার মেঘ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৯
Share:

চিন্তায় কোহলীরা। ফাইল ছবি

ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে আবহ। সিরিজ জয়ের স্বপ্ন দেখা বিরাট কোহলীর দলের সামনে আচমকাই আশঙ্কার মেঘ। ম্যাঞ্চেস্টারের টেস্ট কি আদৌ শুরু করা যাবে? প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই।

Advertisement

ভারতীয় দলের সহকারী সাপোর্ট স্টাফ যোগেশ পারমার বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত হওয়ার পরেই সে দিনের অনুশীলন বাতিল করে দেওয়া হয়। ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয় যে যাঁর ঘরে থাকতে। তাঁদের উপর আর এক রাউন্ড কোভিড পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষার ফল এখনও আসেনি। তবে সেখানে নেতিবাচক ফল পাওয়া গেলে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

শোনা গিয়েছে, বাকিদের কারওর ফলাফল এখনও পজিটিভ আসেনি। যোগেশকে তাই বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। এমনিতেই ভারতের প্রধান ফিজিয়ো নীতিন পটেল করোনায় আক্রান্ত। এ বার যোগেশও আক্রান্ত হওয়ায় সম্ভবত ইংল্যান্ডের কোনও ফিজিয়োর সাহায্য নিতে হবে ভারতকে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার অনুশীলন থেকে ফেরার পরেই যোগেশের শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। কোনও ঝুঁকি না নিয়ে তিনি পরীক্ষা করান। তার আগে তিনি একাধিক ভারতীয় ক্রিকেটারের সংস্পর্শে এসেছেন। রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজার হালকা হাঁটুর চোট রয়েছে। চেতেশ্বর পুজারার গোড়ালিতে সমস্যা রয়েছে। ইশান্ত শর্মা চতুর্থ টেস্টে খেলেননি। তাঁরও দেখাশোনা করেছেন পারমার। ফলে বাকি ক্রিকেটারদের কারওর পজিটিভ আসে কি না, সেটাই আপাতত চিন্তা।

করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাঞ্চেস্টারে আসেননি ভারতের কোচ রবি শাস্ত্রী। বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও লন্ডনে নিভৃতবাসে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement