Indian Cricket team

শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শিখর ধওয়ন, সহ-অধিনায়ক হলেন ভুবনেশ্বর কুমার

বিরাট কোহলীর অনুপস্থিতিতে ধওয়ন নেতৃত্ব দেবেন। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে কোহলীরা সেই সময় থাকবেন ইংল্যান্ডে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২২:২৪
Share:

নেতা এবার ধওয়ন। ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষিত হল। প্রত্যাশা মতোই দলের অধিনায়ক হয়েছেন শিখর ধওয়ন। সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার।

Advertisement

পুরো দল: শিখর ধওয়ন (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, নীতীশ রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), স়ঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া।

শ্রীলঙ্কায় ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ৩টি একদিনের ম্যাচ ১৩ জুলাই, ১৬ জুলাই ও ১৮ জুলাই। এরপর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ ২১, ২৩ ও ২৫ জুলাই। সবকটি ম্যাচই হবে কলম্বোয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement