Portugal

প্রস্তুতি ম্যাচে রোনাল্ডোর গোল, বড় জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল পর্তুগাল

দেশের জার্সিতে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আরও একধাপ এগোলেন রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২০:৩৮
Share:

গোলের পর রোনাল্ডো। ছবি রয়টার্স

ইউরো কাপের আগে ঝলমলে পর্তুগাল। গতবারের বিজয়ী এবারের প্রতিযোগিতার আগে শেষ প্রস্তুতি ম্যাচে ইজরায়েলকে হারিয়ে দিল ৪-০ ব্যবধানে। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে দেশের জার্সিতে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আরও একধাপ এগোলেন।

Advertisement

বুধবার পর্তুগালের হয়ে জোড়া গোল করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। রোনাল্ডো ৪৪ মিনিটের মাথায় গোল করেন। ১৭৫টি আন্তর্জাতিক ম্যাচে ১০৪টি গোল হল তাঁর। শীর্ষে থাকা আলি দায়ির থেকে এখন পিছিয়ে ৫ গোলে। পর্তুগালের অপর গোলটি হোয়াও ক্যানসেলোর।

ম্যাচের পর কোচ ফের্নান্দো সান্তোস বলেছেন, “আগের ম্যাচে স্পেনের বিরুদ্ধে যা খেলেছিলাম, তার তুলনায় এই ম্যাচে সবই ঠিকঠাক গিয়েছে। জিতে আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলাম। সেটাই হয়েছে।” আগামী ১৫ জুন হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের প্রথম ম্যাচে নামবে পর্তুগাল। তাদের পরের দুই প্রতিপক্ষ যথাক্রমে জার্মানি এবং ফ্রান্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement