প্যারিসে বাড়ছে ভারতের পদকের সংখ্যা। ছবি: পিটিআই।
ছ’দিন হয়েছে। বাকি আরও চার দিন। কিন্তু এই ছ’দিনেই প্যারালিম্পিক্সে রেকর্ড করেছে ভারত। ইতিমধ্যেই ২০টি পদক পেয়েছে তারা। টোকিয়োর ১৯ পদক ছাপিয়ে এটিই ভারতের সেরা প্যারালিম্পিক্স।
মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। তার ফলেই ভারতের পদকের সংখ্যা ২০ ছুঁয়েছে। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জর দেশকে পদক এনে দিয়েছেন। আরও দু’টি পদক পেতে পারত ভারত। ভাগ্যশ্রী মাহাভরো ও অবনী লেখারা অল্পের জন্য পদক জিততে পারেননি।
অ্যাথলেটিক্সে ভারতকে তৃতীয় পদক এনে দিয়েছেন দীপ্তি। মহিলাদের ৪০০ মিটার টি২০ ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন তিনি। ৫৫.৮২ সেকেন্ডে শেষ করেছেন তিনি। পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন শরদ। ব্রোঞ্জ জিতেছেন মারিয়াপ্পান। ফলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরও দু’টি পদক এসেছে।
এখানেই শেষ নয়, মঙ্গলবার পুরুষদের জ্যাভলিনে জোড়া পদক জিতেছে ভারত। রুপো জিতেছেন অজিত। ব্রোঞ্জ জিতেছেন সুন্দর। অজিত ৬৫.৬২ মিটার ছুড়েছেন। সুন্দর তাঁর পিছনেই ৬৪.৯৬ মিটার ছুড়ে পদক পেয়েছেন।
এখনও চার দিন বাকি রয়েছে প্যারালিম্পিক্সে। আরও কয়েকটি প্রতিযোগিতায় নামবে ভারত। এখনই ২০টি পদক হয়ে গিয়েছে। প্যারালিম্পিক্স শেষ হতে হতে ২৫টি, এমনকি ৩০টি পদকও জিততে পারে দেশ। সেই আশা করছেন সকলে।