টি২০ বিশ্বকাপ ট্রফি ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে আরও বেশি দর্শক মাঠে আসতে পারবেন। জানিয়ে দিল আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহির স্টেডিয়ামগুলিতে ৭০ শতাংশ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। আইপিএল-এর সময় ৫০ শতাংশ মানুষের ঢোকার অনুমতি থাকলেও টি২০ বিশ্বকাপে আরও বেশি মানুষ বিরাট কোহলী, বাবর আজম, ক্রিস গেলদের সামনে থেকে দেখতে পারবেন।
১৬ দলের এই বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে। ওমান ক্রিকেট অ্যাকাডেমিতেও ৩,০০০ সমর্থকের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আইসিসি-র সিইও জিওফ অ্যালারডাইস বলেন, ‘‘আমরা খুব খুশি মাঠে আবার দর্শকদের স্বাগত জানাতে পেরে। বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাব স্থানীয় প্রশাসনকেও। এদের সকলের সাহায্য ছাড়া এটা সম্ভব হত না।’’
তিনি আরও বলেন, ‘‘এত বড় প্রতিযোগিতা এখানে প্রথম বার হচ্ছে। তাই যাতে নিরাপদে সকলে খেলা দেখতে পারেন তা নিশ্চিত করতে হবে। পাঁচ বছর পর টি২০ বিশ্বকাপ হচ্ছে। তাই আমরা দারুণ ভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চাই।’’
মাঠে দর্শক আসায় খুশি বিসিসিআই কর্তা জয় শাহ। তিনি বলেন, ‘‘টি২০ বিশ্বকাপ দর্শকরা মাঠে এসে দেখতে পারবেন। এর থেকে ভাল খবর আর কী হতে পারে? আমি নিশ্চিত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খেলা দেখার জন্য আসবেন। তাঁদের চিৎকারেই ক্রিকেটাররা আরও ভাল খেলবেন। আমি শুধু সকলকে অনুরোধ করব, সবাই যেন স্বাস্থ্য বিধি মেনে খেলা দেখতে আসেন।’’