French Open 2021

French Open 2021: ফরাসি ওপেনে সহজ জয় সেরিনা, আজারেঙ্কা, মেদভেদেভের

জয় পেয়েছেন সেরিনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজরেঙ্কাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২৩:১৭
Share:

ফরাসি ওপেনে জয় পেলেন মেদভেদেভ, সেরিনা।

ফরাসি ওপেনের তৃতীয় পর্বে সহজে জিতলেন আলেক্সান্ডার জেরেভ, ড্যানিল মেদভেদেভরা। চতুর্থ পর্বে পৌঁছে গেলেন তাঁরা। জিতেছেন সেরিনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজরেঙ্কাও।

Advertisement

জেরেভের মুখোমুখি হয়েছিলেন লাসলো ডেরের। ৬-২, ৭-৫, ৬-২ ফলে জেতেন জার্মান টেনিস তারকা। গত বছর ইউএস ওপেনের ফাইনালিস্ট জেরেভের সামনে প্রায় দাঁড়াতেই পারেননি ডেরে। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জিততে পারেননি।

মেদভেদেভ হারিয়েছেন রেইলি ওপেলকাকে। তিনিও জিতেছেন স্ট্রেট সেটে। রাশিয়ান তারকার পক্ষে ফল ৬-৪, ৬-২, ৬-৪। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারতে হয়েছে মেদভেদেভকে। ফরাসি ওপেন জিতে সেই ক্ষত কিছুটা পূরণ করতে চাইবেন তিনি।

Advertisement

সেরিনা হারালেন ড্যানিয়েলি রোজ কলিনসকে। ৬-৪, ৬-৪ গেমে জেতেন সেরিনা। পরের পর্বে তিনি মুখোমুখি হবেন এলিনা রিবাকিনার। ৩৯ বছরের টেনিস তারকা হারিয়ে দিলেন তাঁর থেকে ১২ বছরের ছোট কলিনসকে।

আজরেঙ্কা হারালেন মেডিসন কিসকে। বিপক্ষকে দাঁড়াতেই দিলেন না ২ বারের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী। ৬-২, ৬-২ ফলে জেতেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement