french open

French Open 2021: ফরাসি ওপেনে ম্যাচ খেলার কয়েক ঘণ্টার মধ্যে গড়াপেটার দায়ে গ্রেফতার রাশিয়ার খেলোয়াড়

ফরাসি ওপেনে খেলতে এসে ম্যাচ গড়াপেটার দায়ে গ্রেফতার হলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড়। তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ১৯:২৮
Share:

ফরাসি ওপেনে গড়াপেটার ছায়া। গ্রেফতার হলেন ইয়ানা সিজিকোভা। ফাইল চিত্র

ফরাসি ওপেনে খেলতে এসে ম্যাচ গড়াপেটার দায়ে গ্রেফতার হলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড়। ইয়ানা সিজিকোভা নামে ওই খেলোয়াড়কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। ফ্রান্সের দৈনিক ‘ল্য পারিসিয়েঁ’ এই খবর জানিয়েছে।

Advertisement

ফরাসি ওপেনে বৃহস্পতিবার মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে খেলেছিলেন সিজিকোভা। রাশিয়ারই একাতেরিনা আলেকজান্দ্রোভাকে নিয়ে তিনি ১-৬, ১-৬ গেমে হেরে যান। এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে গ্রেপ্তার করে ফ্রান্স পুলিশ। গত বছর ফরাসি ওপেনে ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে সিজিকোভার বিরুদ্ধে। প্রথম রাউন্ডের সেই ম্যাচে সিজিকোভা ও আমেরিকার ম্যাডিসন ব্রেঙ্গলে ৬-৭ (৬-৮), ৪-৬ গেমে হেরেছিলেন।

ওই ম্যাচে দ্বিতীয় সেটের পঞ্চম গেমে গড়াপেটা হয়েছিল বলে অনুমান। ২-২ অবস্থায় পঞ্চম গেমে সিজিকোভা সার্ভ করছিলেন। ০-৪০ পয়েন্টে প়ঞ্চম গেম হারেন তিনি। ওই গেমে দুটি ডাবল ফল্ট করেন। এগুলোর ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করে। প্যারিসে স্বীকৃত যে বেটিং সংস্থা, তারাও ওই ম্যাচে অস্বাভাবিক বাজির দর পড়ার কথা জানায় পুলিশকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement