ব্রিয়ানা ম্যাকনিল। ছবি: টুইটার থেকে
৫ বছরের জন্য নির্বাসিত হতে চলেছেন গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন আমেরিকার ব্রিয়ানা ম্যাকনিল। ২০১৬ সালের অলিম্পিক্সে ১০০ মিটার হার্ডলসে বিজয়ী তিনি। ডোপ পরীক্ষার ফলে কারচুপির দায়ে নির্বাসিত হতে চলেছেন ম্যাকনিল।
২৯ বছরের এই অ্যাথলিট যদিও টোকিয়ো অলিম্পিক্সের ট্রায়ালে অংশ নিতে পারবেন। নির্বাসনের বিরুদ্ধে আবেদন করেছেন ম্যাকনিল। ২৩ জুলাই অলিম্পিক্স শুরু হওয়ার আগেই শুনানি হবে। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট জানিয়েছে ডোপ পরীক্ষার ফলে কারচুপি করেছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে টানা ৩ বার ডোপ পরীক্ষা না করানোর জন্য এক বছর নির্বাসিত ছিলেন ম্যাকনিল। ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি তিনি।
অলিপিক্সে সোনার পদক ছাড়াও ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ম্যাকনিল। ভারতীয় কুস্তিগীর সুমিত মালিকও নির্বাসিত হয়েছেন ডোপিংয়ের অভিযোগে। টোকিয়ো অলিম্পিক্সে তাঁর খেলা নিয়েও প্রশ্ন রয়েছে।