french open

French Open 2021: দানিল মেদভেদেভকে হারিয়ে সেমি ফাইনালে চলে গেলেন স্টেফানোস চিচিপাস

নাদালের সামনে রয়েছেন ইটালির দিয়েগো সোয়াৎজম্যান। অন্যদিকে জোকোভিচের প্রতিপক্ষ ইটালির আর এক তরুণ মাতেও বেরেত্তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:৫৯
Share:

শেষ চারের টিকিট পাকা করে নেওয়ার পর স্টেফানোস চিচিপাস। ছবি - টুইটার

২ নম্বর বাছাই দানিল মেদভেদেভকে সরাসরি ভাবে হারিয়ে চলতি ফরাসি ওপেনের সেমি ফাইনালে চলে গেলেন পঞ্চম বাছাই স্টেফানোস চিচিপাস। ৬-৩, ৭-৬(৩), ৭-৫ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট পাকা করে নেন চিচিপাস।

Advertisement

ম্যাচ জিতে চিচিপাস বলেন, “কষ্ট করে কিছু আদায় করে নেওয়ার মজাই আলাদা। এই ম্যাচটা ঠিক তেমনই ছিল। কারণ মেদভেদেভ শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লড়াই করেছিল।”

অন্যদিকে পুরুষদের আর এক কোয়ার্টার ফাইনালে দাপট দেখালেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। ৬-৪, ৬-১, ৬-১ ব্যবধানে স্পেনের আলেজান্দ্রো দাভিদোভিচকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলেন জেরেভ। এই জেরেভের বিরুদ্ধেই শেষ চারে মুখোমুখি হবেন চিচিপাস।

Advertisement

এ দিকে বুধবার বাকি দুই কোয়ার্টার ফাইনালে কোর্টে নামছেন রাফায়েল নাদাল ও জোকোভিচ। নাদালের সামনে রয়েছেন ইটালির দিয়েগো সোয়াৎজম্যান। অন্যদিকে জোকোভিচের প্রতিপক্ষ ইটালির আর এক তরুণ মাতেও বেরেত্তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement