rafael nadal

তরতরিয়ে এগোচ্ছে নাদালের রথ, বিপক্ষকে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে উঠলেন রাফা

তৃতীয় বাছাই নাদাল ৭-৫, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দেন ১৮ নম্বর বাছাই সিনারকে। চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে নাদালের সময় লেগেছ ২ ঘণ্টা ১৭ মিনিট। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ০০:২৬
Share:

ছবি সৌজন্যে রয়টার্স

থিতু হতে কিছুটা সময় লেগেছিল। তারপর ম্যাচ যত গড়িয়েছে, ততই নিজের আধিপত্য বিস্তার করেছেন রাফায়েল নাদাল। ইটালির জানিক সিনারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নাদাল।

Advertisement

তৃতীয় বাছাই নাদাল ৭-৫, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দেন ১৮ নম্বর বাছাই সিনারকে। চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে নাদালের সময় লেগেছ ২ ঘণ্টা ১৭ মিনিট। প্রথম সেটে ৩-৫ গেমে পিছিয়ে থাকার পর নাদাল নিদের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে যান। পরের ১৭টি গেমের মধ্যে ১৪টি তিনি জেতেন। সিনার জেতেন মাত্র ৩টি।

ম্যাচের পর নাদাল বলেন, ‘‘আমি একটু বেশিই রক্ষণাত্মক হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পারলাম, তার জন্য ভাগ্যকে ধন্যবাদ। দ্বিতীয় সেটে ভাল খেলি। তবে দ্বিতীয় সেটে ৩-৪ অবস্থায় বেশ কিছু ভুল করে ফেলি। কিন্তু তারপর সামলে নিই।’’

Advertisement

নাদালকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে ইটালির দিয়েগো সোয়াৎজম্যানের বিরুদ্ধে। দশম বাছাই সোয়াৎজম্যান তাঁর চতুর্থ রাউন্ডের ম্যাচে ৭-৬ (১১-৯), ৬-৪, ৭-৫ গেমে হারান জান-লেনার্ড স্ট্রাফকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement