স্লেটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল স্লেটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ। বুধবার গ্রেফতার করা হল তাঁকে। ৫১ বছরের এই ক্রিকেটারের বিরুদ্ধে গত সপ্তাহে গার্হস্থ্য হিংসার একটি ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশের তরফে বলা হয়, “১২ অক্টোবর গার্হস্থ্য হিংসার একটি ঘটনা ঘটে। সেই বিষয় তদন্ত চলছে। এই বিষয়ে কথা বলার জন্য বুধবার সকালে ৫১ বছরের এক পুরুষের সঙ্গে কথা বলে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়েছে।”
১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে স্লেটারের। ৭৪টি টেস্টে ৫৩১২ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪টি শতরান রয়েছে স্লেটারের। একদিনের ক্রিকেটে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৯৮৭ রান। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্লেটার। বিভিন্ন চ্যানেলে ক্রিকেট বোদ্ধা হিসেবে দেখা গিয়েছে স্লেটারকে।