এখনও হার ভুলতে পারছেন না শাকিব। —ফাইল চিত্র
শাকিব আল হাসানের ব্যাটে, বলে ভর করে ওমানের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। কিন্তু ম্যাচের সেরার মনে এখনও দগদগে টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হার। সেই ধাক্কা যে তিনি এখনও ভোলেননি, তা স্পষ্ট শাকিবের কথাতেই।
মঙ্গলবার ২৯ বলে ৪২ রান করেন শাকিব। বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের সেরা শাকিব বলেন, “স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে পুরো দল শোকাহত ছিল। খুবই আকস্মিক ছিল ওই হার। খুব কঠিন ছিল সেই হার মেনে নেওয়া। ওমানও খুব ভাল ক্রিকেট খেলেছে। আমরা চাপটা নিতে পেরেছি ওদের বিরুদ্ধে। অভিজ্ঞতা একটা বড় পার্থক্য গড়ে দিল।”
ওমানের বিরুদ্ধে ২৬ রানে জেতে বাংলাদেশ। বেশ কিছুটা সময় লড়াই করছিল ওমান। শাকিব বলেন, “১৫ ওভার অবধি ওমান খেলায় ছিল, ওদের কৃতিত্ব দিতেই হবে। হৃদয় দিয়ে খেলছিল ওরা। ভবিষ্যতের ম্যাচের জন্য ওমানকে শুভেচ্ছা জানাই। আশা করি এই জয় আমাদের ছন্দে ফিরতে সাহায্য করবে। আরও একটা ম্যাচ বাকি। সেটা জিততেই হবে। ওমান এবং স্কটল্যান্ডের ম্যাচে কি হয় সেই দিকেও তাকিয়ে থাকতে হবে।”
বিশ্বকাপের মূল পর্বে উঠতে শেষ ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলবেন শাকিবরা।