মোহনবাগান ফুটবল দল। —ফাইল চিত্র।
বছরের শুরুটা জয় দিয়ে করেছিল মোহনবাগান। সেই আনন্দের রেশ কাটতে না কাটতে আরও একটি খুশির খবর বাগান শিবিরে। সাত দিন পরেই কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আইএসএলের পয়েন্ট তালিকায় আরও ভাল জায়গায় মোহনবাগান। মাঠে না নেমেই দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে পয়েন্টের ব্যবধান বাড়ল সবুজ-মেরুনের।
শনিবার আইএসএলে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। প্রথম ম্যাচে গোয়ার মুখোমুখি হয়েছিল ওড়িশা। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর খেলা ছিল জামশেদপুরের বিরুদ্ধে। ঘটনাচক্রে এই চারটি দলই আইএসএলের পয়েন্ট তালিকায় প্রথম ছয়ে রয়েছে। অর্থাৎ, তাদের প্রত্যেকের সুযোগ রয়েছে লিগ-শিল্ড জেতার। তাই এই দু’টি ম্যাচের দিকে নজর ছিল সবুজ-মেরুন সমর্থকদেরও।
প্রথম ম্যাচে ওড়িশাকে ৪-২ গোলে হারিয়েছে গোয়া। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় তারা। গোয়ার হয়ে ৮ মিনিটের মাথায় গোল করেন ব্রাইসন ফের্নান্দেস। ২৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আহমেদ জহৌ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোয়াকে এগিয়ে দেন উদান্তা সিংহ। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আবার গোল করেন ব্রাইসন। তিন মিনিট পরে আমে রানাওয়াড়ের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে ওড়িশা। ৮৮ মিনিটে জেরি একটি গোল শোধ করলেও কাজে আসেনি। ম্যাচের শেষ দিকে জহৌ লাল কার্ড দেখেন। হেরে মাঠ ছাড়তে হয় ওড়িশাকে।
অন্য ম্যাচে ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরেও হারতে হয়েছে বেঙ্গালুরুকে। ১৯ মিনিটের মাথায় আলবের্তো নগুয়েরার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। সুনীল ছেত্রী সুযোগ পেয়েছিলেন ব্যবধান বাড়ানোর। সহজ সুযোগ ফস্কান তিনি। তার খেসারত দিতে হয় বেঙ্গালুরুকে। ৮৪ মিনিটে জর্ডন মারে জামশেদপুরের হয়ে সমতা ফেরান। ৯০ মিনিটের মাথায় বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধুর ভুল কাজে লাগিয়ে গোল করেন মুহম্মদ উভেইস। ২-১ গোলে জেতে জামশেদপুর।
আইএসএলের পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ছিল ১৩ ম্যাচে ২৭। কিন্তু জামশেদপুরের কাছে হারের পর পয়েন্ট হয়েছে ১৪ ম্যাচে ২৭। ফলে বাগানের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে গিয়েছে বেঙ্গালুরু। এই ব্যবধান ১১ জানুয়ারি ডার্বিতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাগান ফুটবলারদের। ওড়িশাকে হারিয়ে তৃতীয় স্থানে গোয়া। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। অর্থাৎ, পরের ম্যাচ জিতলে বেঙ্গালুরুকে টপকে যাবে তারা। চার নম্বরে জামশেদপুর। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। পরের ম্যাচ জিতলে বেঙ্গালুরুতে ছুঁয়ে ফেলবে তারা। গোয়ার কাছে হারলেো ছ’নম্বরে রয়েছে ওড়িশা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২০।