Olive Ridley Sea Turtle

বাগনানে ভেসে এল ভারত মহাসাগরের অলিভ রিডলে কচ্ছপের দেহ, কারণ জানতে তদন্তে বন দফতর

অলিভ রিডলে মূলত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দা। শীতের গোড়া থেকে এরা ভারত, বাংলাদেশ, মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে ডিম পাড়তে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ২২:৩৩
Share:

অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ মিলল হাওড়ার বাগনানে। —নিজস্ব চিত্র।

ন’মাসের ব্যবধানে আবার প্রশান্ত এবং ভারত মহাসাগর বাসিন্দা অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ মিলল হাওড়ার বাগনানে। তবে এ বার জীবিত নয়, মৃত। সোমবার সকালে বাগনান-১ নং ব্লকের অন্তর্গত বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদের তীর থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কিলোগ্রাম ওজনের ওই সামুদ্রিক কচ্ছপের দেহ।

Advertisement

এর আগে গত এপ্রিলে মানকুরেরই শীতলাতলা এলাকায় রূপনারায়ণ থেকে একটি জীবিত অলিফ রিডলে উদ্ধার করা হয়েছিল। হাওড়ার বিভাগীয় বনাধিকারিক দীপক মণ্ডল কচ্ছপের দেহ উদ্ধারের কথা জানিয়ে বলেছন, ‘‘উলুবেড়িয়ার পশু চিকিৎসাকেন্দ্রে দেহের ময়নাতদন্ত হবে। তার পরেই মৃত্যুর কারণ বলা যাবে।’’ ঘটনার প্রত্যক্ষদর্শী তথা বন্যপ্রাণপ্রেমী সংগঠন ‘হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চে’র সদস্য চিত্রক প্রামাণিক বলেন, ‘‘দেহটি পর্যবেক্ষণ করে প্রাথমিক ভাবে আঘাতের কোনও চিহ্ন দেখতে পাইনি। দেখে মনে হয়েছে, কয়েক দিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে।

অলিভ রিডলে মূলত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দা। শীতের গোড়া থেকে এরা ভারত, বাংলাদেশ, মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে ডিম পাড়তে আসে। ওড়িশার গহিরমাথা, ঋষিকুল্যা এবং দেবী নদীর মোহনার অস্তরং সৈকতে প্রতি বছর লক্ষাধিক অলিভ রিডলে ডিম পাড়তে আসে। সংখ্যায় কম হলেও, ডিম পাড়তে আসে সুন্দরবনের মেছুয়া, কলস, ছাইমারির মতো দ্বীপেও বালির তটেও। শীতের শেষ পর্বেই ফিরে যায়। এপ্রিল থেকে ডিম ফুটে বাচ্চা বেরোনো শুরু হয়। চিত্রক জানান, প্রতি বছরই ওড়িশা উপকূলে মাছধরা ট্রলারের জালে জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে বেশ কিছু অলিভ রিডলের মৃত্যু ঘটে। এ ক্ষেত্রেও তেমনটাই হয়ে থাকতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement