Rohit Sharma And Virat Kohli

রোহিত, কোহলির লজ্জার রেকর্ড! ৪৭ বছর আগের নজির ভাঙলেন ভারতের দুই ব্যাটার

এক বছরে টেস্টে এক অঙ্কের রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৪৭ বছর আগের লজ্জার নজির তাঁরা ভেঙেছেন একই বছরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২১:২২
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।

গত বছরটা ভুলতে চাইবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এক বছরে টেস্টে এক অঙ্কের রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন ভারতের দুই ব্যাটার। ৪৭ বছর আগের লজ্জার নজির তাঁরা ভেঙেছেন একই বছরে।

Advertisement

২০২৪-২৫ মরসুমে রোহিত টেস্টে ১৫টি ইনিংস খেলেছেন। ১০ বার এক অঙ্কের রানে আউট হয়েছেন তিনি। কোহলিও গত বছর ১০ বার এক অঙ্কের রানে আউট হয়েছেন। তবে রোহিতের থেকে চারটি ইনিংস বেশি খেলেছেন তিনি। ১৯টি ইনিংসে এই লজ্জার নজির হয়েছে তাঁর। টেস্টে দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে রোহিত ও কোহলি এক বছরে সবচেয়ে বেশি বার এক অঙ্কের রানে আউট হয়েছেন।

আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ক্রেগ সেরজ়িয়ান্টের দখলে। ১৯৭৭-৭৮ মরসুমে ১৮টি ইনিংসে ন’বার এক অঙ্কের রানে আউট হয়েছিলেন তিনি। ৪৭ বছর পরে সেই নজির ভাঙল। দক্ষিণ আফ্রিকার ব্যাটার গ্যারি কার্স্টেন ও ভারতের দিলীপ বেঙ্গসরকারও টেস্টে এক বছরে ন’বার এক অঙ্কের রানে আউট হয়েছেন। ১৯৯৬-৯৭ মরসুমে কার্স্টেন ১৮টি ও ১৯৮২-৮৩ মরসুমে বেঙ্গসরকার ২০টি ইনিংসে এই লজ্জার কীর্তি করেছিলেন।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও রোহিত ও কোহলির ব্যাটে খরা চলছে। রোহিত এই সিরিজ়ে তিনটি টেস্ট খেলেছেন। পাঁচটি ইনিংসে মোট ৩১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১০ রান। বাকি চারটি ইনিংসে এক অঙ্কের রানে আউট হয়েছেন তিনি। কোহলির অবস্থা অবশ্য তার থেকে একটু ভাল। পার্‌থে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন তিনি। কিন্তু বাকি ইনিংসগুলিতে ব্যর্থ তিনি। সব মিলিয়ে ন’টি ইনিংসে ১৯০ রান করেছেন কোহলি। তার মধ্যে পাঁচটি ইনিংসে এক অঙ্কের রানে আউট হয়েছেন।

রোহিত ও কোহলির সমস্যা হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে। তাঁরা বুঝতেই পারছেন না তাঁদের অফ স্টাম্প কোথায়। একজন ব্যাটার যদি এই সমস্যায় ভোগেন তা হলে তাঁর রান পাওয়া কঠিন। অস্ট্রেলিয়ার বোলারেরা রোহিত, কোহলির এই সমস্যা কাজে লাগাচ্ছেন। তাঁরা ক্রমাগত ‘করিডর অফ আনসার্টেনিটি’ বা ‘অনিশ্চয়তার অলিন্দ’-এ বল করছেন। ব্যাটারের অফ স্টাম্পের বাইরে চতুর্থ থেকে ষষ্ঠ স্টাম্পের লাইনকে বলা হয় ‘করিডর অফ আনসার্টেনিটি’। এই লাইনে বল করলে ব্যাটারের মনে বল খেলা ও ছাড়া নিয়ে সংশয় থাকে। সেই ফাঁদেই বার বার পা দিচ্ছেন ভারতের দুই ব্যাটার। তার ফলেই এই লজ্জার নজির গড়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement