Surajit Sengupta

Surajit Sengupta: শারীরিক অবস্থার সামান্য উন্নতি, তবে সঙ্কট কাটেনি সুরজিৎ সেনগুপ্তের

যে বেসরকারি হাসপাতালে সুরজিৎ ভর্তি, তাদের মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, নাকের মাধ্যম উচ্চমাত্রার অক্সিজেন প্রবেশ করানো হচ্ছে তাঁর শরীরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৫:৩৪
Share:

সুরজিৎ সেনগুপ্ত। ফাইল ছবি

শারীরিক অবস্থার সামান্য উন্নতি হল সুরজিৎ সেনগুপ্তের। তবে প্রাক্তন ফুটবলারের সঙ্কট এখনও কাটেনি। তিনি এখনও আইসিইউ-তে ভর্তি রয়েছেন। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে।

Advertisement

যে বেসরকারি হাসপাতালে সুরজিৎ ভর্তি, তাদের তরফে মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, উচ্চমাত্রার অক্সিজেন প্রবেশ করানো হচ্ছে তাঁর শরীরে। বাইপ্যাপ সাপোর্টের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি রেমডিসিভিয়ার, স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে তাঁকে।

জানা গিয়েছে, আপাতত পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন। ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুরজিৎ। এ ছাড়াও তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement