ATK Mohun Bagan

Kolkata Derby: টানা আধ ডজন ডার্বি জয়! লাল-হলুদকে হারিয়ে ইতিহাস সবুজ-মেরুনের

কলকাতা ডার্বিতে দাপট অব্যাহত সবুজ-মেরুনের। টানা ছ’টি ম্যাচে জিতল তারা। ২০২০-র ১৯ জানুয়ারি থেকে জেতার শুরু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২০:১৫
Share:

বল দখলের লড়াই শৌভিক, লিস্টনের। ছবি ডুরান্ড কাপের সৌজন্যে

ইতিহাস গড়ে ফেলল এটিকে মোহনবাগান। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টানা ছ’টি ডার্বিতে জেতার কৃতিত্ব অর্জন করল তারা। রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে লাল-হলুদকে ১-০ ব্যবধানে হারাল সবুজ-মেরুন। শেষ সাত বারের সাক্ষাতে ছ’বারই জিতল তারা। শেষ ছ’বারই জয় এসেছে। মোহনবাগানের সঙ্গে এটিকে যুক্ত হওয়ার পর এখনও হারেনি সবুজ-মেরুন।

Advertisement

এই নিয়ে ৩৮৩টি ডার্বি হল। তার মধ্যে ১২৩টি ম্যাচ জিতে নিল মোহনবাগান। তবে মুখোমুখি সাক্ষাতের বিচারে এখনও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তারা জিতেছে ১৩৬টি ম্যাচে। ডুরান্ড কাপে এই নিয়ে ২০টি ডার্বি হল। সেখানে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। ইস্টবেঙ্গল আটটি ম্যাচে জিতেছে। এ দিনের পর মোহনবাগানের সাতটি জয় হয়ে গেল।

প্রসঙ্গত, এ দিন হারলেও বড় মাপের প্রতিযোগিতায় প্রায় প্রতিটিতেই মুখোমুখি সাক্ষাতের বিচারে এগিয়ে ইস্টবেঙ্গল। জাতীয় লিগ, ফেডারেশন কাপ, কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড— সবেতেই এগিয়ে তারা। তবে আইএসএলে অনেক এগিয়ে সবুজ-মেরুন। এখনও পর্যন্ত সেই প্রতিযোগিতায় চারটি ম্যাচ হয়েছে। সবক’টিতেই জিতেছে তারা।

Advertisement

শেষ বার ইস্টবেঙ্গল ডার্বি জিতেছিল ২০১৯-এর ২৭ জানুয়ারি। আই লিগের সেই ম্যাচে ২-০ জেতে তারা। গোল করেন হাইমে স্যান্টোস এবং জবি জাস্টিন। সে বছর সেপ্টেম্বরে কলকাতা লিগের ম্যাচ গোলশূন্য ড্র হয়। পরের মরসুমের আই লিগে, অর্থাৎ ২০২০-র ১৯ জানুয়ারি ২-১ জেতে মোহনবাগান। তার পর থেকে টানা ছ’টি ম্যাচে জিতল তারা। আইএসএলের চারটি ম্যাচে এটিকে মোহনবাগান জিতেছে যথাক্রমে ২-০, ৩-১, ৩-০, ৩-১ ব্যবধানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement