জিতলেন লিস্টনরা।
এখনও গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল।
লাল-হলুদের গোলকিপারকে ফাঁকায় পেয়েছিলেন আশিক। কমলজিৎ বাঁচিয়ে দিলেন।
আঙ্গুসানা, এলিয়ান্দ্রো এবং জেরির বদলে মাঠে হিমাংশু, অনিকেত এবং ক্লেটন।
কর্নার ক্লিয়ার করেন বিশাল। অনিকেতের জোরালো শট অল্পের জন্য বাইরে।
লিস্টনের কর্নার থেকে সুমিত পাসির গায়ে লেগে বল ঢুকে গেল ইমামি ইস্টবেঙ্গলের জালে।
তবে এখনও কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ফল ০-০।
দূর থেকে দুরন্ত শট নিয়েছিলেন বিদেশি। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট।
বাঁ পায়ে শট নিয়েছিলেন লিস্টন। বারের উপর দিয়ে উড়ে গেল বল।
আক্রমণ করলেও এখনও গোল করতে পারেনি কোনও দল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
দু’-তিন জন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন আশিক। তবে গোলের বাইরে গেল বল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
শুরুতেই বল নিয়ন্ত্রণ করছেন প্রীতম, বুমোসরাই।
দু’দলের ফুটবলারদের সঙ্গে পরিচয় করছেন তিনি।
কমলজিৎ, ইভান, চুংনুঙ্গা, সুমিত, এলিয়ান্দ্রো, আঙ্গুসানা, আলেক্স, জেরি, শৌভিক (অধিনায়ক), প্রীতম, কিরিয়াকু।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বিশাল, পোগবা, কাউকো, ম্যাকহিউ, বুমোস, শুভাশিস, লিস্টন, আশিক, প্রীতম (অধিনায়ক), দীপক, আশিস।