মোহনবাগান মনে করছে তিনটি ম্যাচই ফাইনাল। — ফাইল চিত্র
প্রথম বার আইএসএল জিতেছে গত মাসেই। এ বার সুপার কাপ অভিযানে নামছে মোহনবাগান। শনিবার সকালে চুটিয়ে অনুশীলন করল গোটা দল। দুপুরের বিমানেই কেরল রওনা হয়ে গিয়েছে তারা। আই লিগের দল গোকুলম এফসির বিরুদ্ধে সোমবার প্রথম ম্যাচে নামবে সবুজ-মেরুন। পরের দু’টি ম্যাচ ১৪ এবং ১৮ এপ্রিল। মোহনবাগান মনে করছে তিনটি ম্যাচই ফাইনাল।
ব্রেন্ডন হ্যামিল ছাড়া সব ফুটবলারকেই সুপার কাপে পাওয়া যাবে। পুরোপুরি চোটমুক্ত তিনি। মাত্র আট দিনের অনুশীলনের পর সুপার কাপে খেলতে নামছে মোহনবাগান। তাতে অবশ্য কোনও সমস্যা হবে বলে মনে করছেন না কোচ জুয়ান ফেরান্দো। চ্যাম্পিয়ন হওয়া নয়, তাঁর লক্ষ্য প্রথম ম্যাচে জেতা।
শনিবার এটিকে এমবি মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে ফেরান্দো বলেছেন, “গোকুলম বনাম মহমেডান ম্যাচটা টিভিতে দেখছি। কোচ বদলের পর গোকুলমের আক্রমণভাগ অনেক ভাল হয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে ওরা। ওদের বিদেশি ফুটবলাররা ভাল খেলছে। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সব সময় কঠিন। আমরা ফাইনাল ধরেই প্রথম ম্যাচে খেলতে নামব এবং জিতে শুরু করতে চাইব।”
ফেরান্দোর সংযোজন, “গোকুলম ছাড়া বাকি দুটো আইএসএল দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। জামশেদপুর এবং গোয়া সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। যে কোনও দিন অঘটন ঘটাতে পারে। তাই যথেষ্ট কঠিন গ্রুপ রয়েছি আমরা। সব ম্যাচই ফাইনাল ধরে এগোতে চাই। মাত্র একটা দল সেমিফাইনালে যাবে। বাকি দুটো ম্যাচেও অঙ্ক কষে খেলতে হবে।”
প্রায় পুরো দল নিয়ে কেরল গেলেও ফেরান্দো জানালেন, দলে চোট-আঘাতের সমস্যা রয়েছে। বলেছেন, “আশিক, মনবীররা এখনও পুরোপুরি চোটমুক্ত নয়। তবে সবাই অনুশীলন করেছে। আইএসএল জিতেছি মানেই সুপার কাপে বাড়তি সুবিধা এটা মনে করি না। আইএসএল জয় অতীত। এটা নতুন প্রতিযোগিতা, নতুন ফরম্যাট। তবে আইএসএল জেতার কারণে সাজঘরের অবস্থা অনেক ইতিবাচক।”