ISL 2021-22

ISL 2021-22: টানা ১০ ম্যাচ অপরাজিত, মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে, গোল করে বললেন কাউকো

এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পরে শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মরসুমের প্রথম গোল করেছেন ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০০
Share:

ছন্দে কাউকো ছবি: টুইটার।

এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পরে শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মরসুমের প্রথম গোল করেছেন ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকো। সেই সঙ্গে টানা ১০ ম্যাচ অপরাজিত দল। এ ভাবে খেললে এ বারের আইএসএল-এ মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করছেন কাউকো

Advertisement

নতুন দলের হয়ে গোল করতে পেরে খুশি কাউকো। তিনি বলেন, ‘‘গোল করতে ও করাতে পেরে আমি রোমাঞ্চিত। এর আগেও অনেক গোল করেছি। কিন্তু সবুজ-মেরুন জার্সিতে এই প্রথম গোল। তাই অন্য রকম অনুভূতি হচ্ছে। এই দিনটার অপেক্ষা করছিলাম।’’

চোট-আঘাতের সমস্যার পরেও যে ভাবে দল খেলেছে তাতে সবার চরিত্র বোঝা যাচ্ছে বলে জানিয়েছেন কাউকো। তিনি বলেন, ‘‘দলে চোট-আঘাতের সমস্যা ছিল। রয় কৃষ্ণ, হুগো বুমো, কার্ল ম্যাকহিউরা চোটে। এই পরিস্থিতিতে বাকিদের উপরে বাড়তি দায়িত্ব ছিল। সেটা সবাই খুব ভাল ভাবে পালন করেছে। আমরা দল হিসাবে খেলেছি। আরও বেশি গোলে জিততে পারতাম। এ ভাবে খেললে আমরা চ্যাম্পিয়ন হতেই পারি।’’

Advertisement

মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটালও জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘‘শেষ চারে তো যাবই। কিন্তু আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। নর্থইস্টের বিরুদ্ধে যে ফুটবল খেলেছি সেটা বাকি ম্যাচগুলোতে খেলতে পারলে তিন পয়েন্ট পেতে কোনও সমস্যা হবে না। গত বার ফাইনালে গিয়ে হারতে হয়েছিল। এ বার যাতে তা না হয় সেটা নিশ্চিত করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement