Relationship Tips

বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই রশ্মিকার বেফাঁস মন্তব্য, জানালেন কেমন পাত্র চাই তাঁর

ধাপে ধাপে সম্পর্কে সিলমোহর দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা! বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা। সেই জল্পনায় পরোক্ষ ভাবে স্বীকৃতি দিলেও সংবাদমাধ্যমের সামনে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন যুগলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, কেমন পাত্র চাই তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:০০
Share:

কেমন পাত্র চাই রশ্মিকার? ছবি: সংগৃহীত।

‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ ছবিতেও অভিনেত্রী রশ্মিকা মন্দনার অভিনয় ও নাচ প্রশংসিত হচ্ছে নানা মহলে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর ব্যক্তিগত তথা প্রেমজীবনও। ধাপে ধাপে সম্পর্কে সিলমোহর দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা! বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা। সেই জল্পনাকে পরোক্ষ ভাবে স্বীকৃতির দিলেও সংবাদমাধ্যমের সামনে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন যুগলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, কেমন পাত্র চাই তাঁর।

Advertisement

সম্পর্ক নিয়ে মুখ না খুললেও রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন কেমন জীবনসঙ্গী চাই তাঁর। নায়িকা বলেন, ‘‘আমার জীবনের প্রতিটি পর্বে আমার পাশে থাকবে এমন সঙ্গী চাই আমার। আমার সেই সান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দরকার।’’ জবাবে নায়িকা আরও বলেন, ‘‘আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে। আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালবাসে, আমার যত্ন করে, এক জন ভাল হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।’’

রশ্মিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। অভিনেত্রী বলেন, ‘‘সঙ্গী এমন বন্ধু হবে যে ভাল দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।’’

Advertisement

রশ্মিকার প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রশ্মিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রশ্মিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রশ্মিকা। তবে সম্পর্ক নিয়ে রশ্মিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি। এখন বিজয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও সম্পর্কে নিয়ে খুব বেশি চর্চা হোক তা কখনই চান না রশ্মিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement