Dimitri Petratos

দিমিত্রির চোট নিয়ে উদ্বেগ মোহনবাগানে

শনিবার রাতে দিমিত্রি পেত্রাতোস যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে যুবভারতী ছেড়ে বেরোচ্ছিলেন, তখনই উদ্বেগ বাড়তে শুরু করেছিল এটিকে-মোহনবাগান শিবিরে। এ দিন, মুম্বইয়ের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলেছিলেন দিমিত্রি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০৮:০৭
Share:

দিমিত্রি পেত্রাতোস। ফাইল চিত্র।

মুম্বই সিটি এফসি-র কাছে হারের পরে শনিবার রাতে দিমিত্রি পেত্রাতোস যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে যুবভারতী ছেড়ে বেরোচ্ছিলেন, তখনই উদ্বেগ বাড়তে শুরু করেছিল এটিকে-মোহনবাগান শিবিরে। এই মুহূর্তে যা পরিস্থিতি, আগামী শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আদৌ তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় বাড়ছে। আজ, সোমবার ডাক্তারি পরীক্ষার পরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলেছিলেন দিমিত্রি। চোট কখন পেলেন? ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘‘দিমিত্রির কোমরে চোট রয়েছে। এ ছাড়া ফারদিন আলি মোল্লার পায়ের পেশিতে চোট। ৪৫ মিনিটের বেশি ও খেলতে পারছে না। হুগোর কাঁধে সমস্যা। ইঞ্জেকশন নিয়ে খেলছে ও। কঠিন পরিস্থিতি।’’

জয় হাতছাড়া গোয়ার: আইএসএলে নর্থ ইস্টের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও জিততে পারল না এফসি গোয়া। ফল ২-২। ৩১ মিনিট গোয়ার হয়ে ১-০ করেন এদু। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করেন জর্ডান। ৬৫ মিনিটে গোয়াকে ২-১ এগিয়ে দেন ইকের। ৭১ মিনিটে পেনাল্টি থেকেই ২-২ করেন জর্ডান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement