Santosh Trophy

সন্তোষের ফাইনালে বাংলা, ছ’বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নরহরি, রবিদের সামনে

সন্তোষ ট্রফির ফাইনালে উঠল বাংলা। সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ছ’বছর পর আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলার সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫
Share:

ফাইনালে ওঠার উল্লাস বাংলার দুই ফুটবলারের। ছবি: সমাজমাধ্যম।

সন্তোষ ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল বাংলা। ৩২ বার এই প্রতিযোগিতা জিতেছে তারা। ফাইনাল খেলেছে ৪৬ বার। কিন্তু গত ছ’বছর ধরে ব্যর্থ হচ্ছিল বাংলা। মাঝে দু’বার ফাইনালে উঠেও হারতে হয়েছিল। এ বার আবার সুযোগ এসেছে বাংলার সামনে। সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছে বাংলা। সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ছ’বছর পর আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলার সামনে।

Advertisement

রবিবার হায়দরাবাদের স্টেডিয়ামে সার্ভিসেসের বিরুদ্ধে দাপট দেখিয়েছে বাংলা। শুরু থেকেই ছোট ছোট পাসে আক্রমণে ওঠে তারা। ফলে চাপ বাড়ছিল সার্ভিসেসের উপর। ১৭ মিনিটের মাথায় বাংলার প্রথম গোল করেন মনোতোষ মাজি। প্রথমার্ধে বার বার গোলের সুযোগ তৈরি করে বাংলা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে জোড়া গোল করে বাংলা। প্রথমে নরহরি শ্রেষ্ঠর কাছ থেকে বল পেয়ে গোল করেন রবি হাঁসদা। সেই ধাক্কা সামলানোর আগেই তৃতীয় গোল করেন নরহরি।

দেখে মনে হচ্ছিল, প্রথমার্ধেই খেলার ভাগ্য নিশ্চিত করে ফেলেছে বাংলা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে সার্ভিসেস। ৫৩ মিনিটের মাথায় গোল করেন শ্রেয়স গোপালন। ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করেন বাংলার জুয়েল মজুমদার। ফলে কিছুটা হলেও চাপে পড়ে যায় বাংলা। কিন্তু চাপে পড়ে ভুল করেননি সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচের সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন রবি। আর ফেরার সুযোগ ছিল না সার্ভিসেসের। জিতে মাঠ ছাড়ে বাংলা।

Advertisement

সন্তোষের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি কেরল বনাম মণিপুর। এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে মঙ্গলবার ফাইনাল খেলবে বাংলা। ২০২১-২২ মরসুমে এই কেরলের কাছেই ফাইনালে টাইব্রেকারে হারতে হয়েছিল বাংলাকে। তারা সাত বারের চ্যাম্পিয়ন। মণিপুর এক বার সন্তোষ জিতেছে। এখন দেখার ফাইনালে বাংলার সামনে কোন দল পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement