Man died at Suri

মুখে চকোলেট বোমা ফাটিয়ে মৃত্যু! বর্ষবরণের রাতে বাড়ি থেকে লেপমুড়ি অবস্থায় যুবকের দেহ উদ্ধার বীরভূমে

মৃতের নাম সুপ্রিয় দাস। সিউড়ির কলেজপাড়া এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সি ওই যুবক চাকরির চেষ্টা করছিলেন বলে পরিবার সূত্রে খবর। মঙ্গলবার রাতে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৪:৩২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুখে চকোলেট বোমা, লেপমুড়ি দেওয়া অবস্থায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল বীরভূমের সিউড়িতে। বুধবার সকালে এ নিয়ে চাঞ্চল্য এলাকায়। কী ভাবে মারা গেলেন যুবক, তা নিয়ে ধন্দে পুলিশও। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।

Advertisement

মৃতের নাম সুপ্রিয় দাস। সিউড়ির কলেজপাড়া এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সি ওই যুবক চাকরির চেষ্টা করছিলেন বলে পরিবার সূত্রে খবর। মঙ্গলবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন সুপ্রিয়। বাড়ির লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি ডাকা হয় পুলিশ। মৃতের ভাই বলেন, ‘‘রাতে দাদার ঘরে গিয়েছিল মা। গিয়ে দেখে দাদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর মুখ রক্তাক্ত। মায়ের চিৎকার-চেঁচামেচিতে আমরা দোতলার ঘরে গিয়ে দেখি, গায়ে লেপ মুড়ি দেওয়া, গালের দিকে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে আমি পুলিশে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে।’’

পুলিশ প্রথমে মনে করেছিল হেডফোন অথবা মোবাইল ফেটে যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে জানা যায় অন্য তথ্য। যুবকের মুখে মেলে ফেটে যাওয়া চকোলেট বোমার টুকরো। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সুপ্রিয়। যদিও কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা জানা যায়নি। পরিবারের লোকজনও এ নিয়ে কোনও তথ্য দিতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement