Argentina Football

Argentina Football: দলের হার, রাগের চোটে ফুটবলারদের গাড়ি জ্বালিয়ে দিলেন ক্ষুব্ধ সমর্থকরা

দলের হারের পরে সমর্থকদের এই আচরণ মেনে নিতে পারেননি ফুটবলাররা। প্রতিবাদ করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৭:২৫
Share:

পোড়ানো হল ফুটবলারদের গাড়ি। ছবি টুইটার

দলের হারে সমর্থকরা রেগে গিয়ে ফুটবলারদের টিটকিরি, গালিগালাজ দিয়ে থাকেন। বিশ্বের সর্বত্রই এমন ঘটনা ঘটে। কিন্তু আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব আলদোসিভির সমর্থকরা যা করলেন, তা সাম্প্রতিক কালে দেখা যায়নি। হারের রাগে ফুটবলারদের গাড়ি জ্বালিয়ে দিলেন তাঁরা।

Advertisement

রাজধানী বুয়েনোস আইরেসের থেকে ৪০০ কিমি দূরে মার দেল প্লাতা শহরে এই ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ গোদোয় ক্রুজের বিরুদ্ধে খেলতে নেমেছিল অবনমনের আওতায় থাকা আলদোসিভি। প্রথম ডিভিশনের পয়েন্ট তালিকায় ২৮ দলের মধ্যে ২৭ নম্বরে রয়েছে তারা। ১৩ রাউন্ডের পর তাদের পয়েন্ট মাত্র আট।

সারি সারি দাঁড়িয়ে পোড়া গাড়ি। ছবি টুইটার

পয়েন্ট তালিকায় উপরে উঠতে গেলে জিততেই হত আলদোসিভিকে। ক্রুজের কাছে ০-২ ব্যবধানে হেরে যায় তারা। এর পরেই ক্লাবের অনুশীলন মাঠে থাকা ফুটবলারদের গাড়ি জ্বালিয়ে দেন সমর্থকরা। গাড়ি রেখে স্থানীয় মেন্দোজাতে খেলতে গিয়েছিলেন ফুটবলাররা। তাই কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুটবলার ছাড়াও কোচিং স্টাফ লিয়ান্দ্রো সোমোজার গাড়ি জ্বালানো হয়েছে।

Advertisement

আলদোসিভিতে খেলা উরুগুয়ের ফুটবলার সান্তিয়াগো সিলভা বলেছেন, “কখনও এ রকম অভিজ্ঞতা হয়নি। আমরা এ ধরনের ঘটনার সঙ্গে পরিচিত নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement